এক্সপ্লোর
Honda City: ভারতে হন্ডা সিটি সেডানের ২৫ বছরের সফরনামা, কেমন ছিল বিভিন্ন মডেল
Honda City Sedan: ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হন্ডা সিটি সেডান হল সবচেয়ে বেশি সময় ধরে চলতে থাকা মেনস্ট্রিম মডেল (longest running mainstream model)।
হন্ডা সিটি সেডান
1/10

ভারতে যেসমস্ত গাড়ির ব্র্যান্ড রয়েছে তার মধ্যে যথেষ্টই জনপ্রিয় হন্ডা সিটি সেডান। ১৯৯৮ সাল থেকে ভারতে হন্ডা সিটি গাড়ির বিক্রি শুরু হয়েছে। প্রায় ২৫ বছর ধরে ভারতে এই গাড়ির মডেলের বিক্রি চলছে। ২০০৩ সাল পর্যন্ত এই গাড়ি বিক্রি হয়েছিল।
2/10

সেকেন্ড জেনারেশনের মডেল লঞ্চ হয়েছিল ২০০৩ সালে। হন্ডা সিটি- র এই সেডান মডেলে ছিল আধুনিক ও উন্নত ডিজাইন এবং ফিচার। এছাড়াও এই গাড়িতে ছিল অনেকটা জায়গা।
Published at : 13 Oct 2022 10:06 PM (IST)
আরও দেখুন






















