এক্সপ্লোর
Bharat Mobility Global Expo 2025 : নজরকাড়া গাড়ির মেলা, ভারত মোবিলিটি এক্সপোতে কারা আনল কোন গাড়ি, দেখুন এখানে
Bharat Mobility Global Expo : 2025 সালের এই অটো এক্সপোতে ইলেকট্রিক গাড়ির ওপর জোর দিয়ে আনা হয়েছে অসংখ্য গাড়ি। গাড়ি নির্মাতারা নতুন ইভি নিয়ে এসেছে এই বাজারে।
দুর্দান্ত গাড়ির মডেল এল ভারত গ্লোবাল মোবিলিটি এক্সপোতে, দেখুন ছবি।
1/11

আজ থেকে শুরু হল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। 2025 সালের এই অটো এক্সপোতে ইলেকট্রিক গাড়ির ওপর জোর দিয়ে আন হয়েছে অসংখ্য গাড়ি। গাড়ি নির্মাতারা নিত্য নতুন ইভি নিয়ে এসেছে এই বাজারে।
2/11

মারুতি সুজুকি: এই ইভেন্টের মূল আকর্ষণ ছিল মারুতি সুজুকির ই ভিটারা। এই গাড়ি দিয়েই শুরু হয়েছে মেলা। ইলেকট্রিক গাড়ির ওপর ভিত্তি করে প্রথম বৈদ্যুতিক Suv নিয়ে এল মারুতি। এই অনুষ্ঠানের বড় স্টার কার হিসাবে এসেছে এই গাড়ি।
Published at : 17 Jan 2025 02:36 PM (IST)
আরও দেখুন






















