এক্সপ্লোর
BMW 7 Series: সুরক্ষা বলয় আরও মজবুত, কোন চমক BMW-র নতুন মডেলে ?
BMW Cars: আর্মারড গাড়ি বিভিন্ন বিখ্যাত মানুষদের কাছে খুবই প্রয়োজনীয়, কারণ এগুলি সাধারণভাবে বুলেটপ্রুফ ও বম্ব প্রুফ হয়ে থাকে। বিএমডব্লিউর নতুন ৭ সিরিজ এই উন্নত প্রোটেকশন নিয়েই ভারতের বাজারে এল।
ছবি- বিএমডব্লিউ
1/10

আর্মারড গাড়ি বিভিন্ন বিখ্যাত মানুষদের কাছে খুবই প্রয়োজনীয়, কারণ এগুলি সাধারণভাবে বুলেটপ্রুফ ও বম্ব প্রুফ হয়ে থাকে। বিএমডব্লিউর নতুন ৭ সিরিজ এবার এই উন্নত প্রোটেকশন সিস্টেম নিয়েই ভারতের বাজারে এল। ছবি- নিজস্ব
2/10

একেবারে নতুন জেনারেশনের ৭ সিরিজের উপর বেস করেই তৈরি হয়েছে এই গাড়ির মডেলটি। সবথেকে গুরুত্বপূর্ণ হল এই প্রোটেকশান ভার্সনটি আলাদা করেই তৈরি হয়েছে, পুরনো ভার্সনের সঙ্গে নতুন ফিচার্স জুড়ে দেওয়া হয়নি। আর্মার্ড স্টিলের সাহায্যে এটি বাইরে এবং ভিতর থেকে সুরক্ষিত করা হয়েছে। ছবি- নিজস্ব
Published at : 13 Feb 2024 12:23 PM (IST)
আরও দেখুন






















