এক্সপ্লোর
Maruti Suzuki Jimny: মারুতির এই অফরোডার আসছে ভারতে, কেমন দেখতে সুজুকি জিমনি ?
Maruti Cars: ইন্দোনেশিয়ার বাজারে সম্প্রতি দেখা গিয়েছে মারুতির বহু প্রতীক্ষিত মডেল জিমনি (Maruti Suzuki Jimni)। অটো ব্লগারদের ধারণা,শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই মডেল।
Maruti Jimny
1/8

ইন্দোনেশিয়ার বাজারে সম্প্রতি দেখা গিয়েছে মারুতির বহু প্রতীক্ষিত মডেল জিমনি (Maruti Suzuki Jimny)। অটো ব্লগারদের ধারণা,শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে এই মডেল। তবে দেশের বাজারে ৫ দরজার জিমনি আসবে বলে খবর।
2/8

বিশ্ববাজারে ইতিমধ্যেই জিমনির মতো ৩ দরজার সংস্করণ রয়েছে৷ অসাধারণ দেখতে এই গাড়ির বিশ্ববাজারে অফরোডার হিসাবে একটা চাহিদা রয়েছে। এতে একটি রাগেড গ্রিল ডিজাইন ছাড়াও গোল হেডল্যাম্প রয়েছে।
Published at : 21 Aug 2022 01:22 PM (IST)
আরও দেখুন






















