এক্সপ্লোর
Lotus Eletre India: গতি, শক্তি আর ফিচারের অনবদ্য মিশেল, চমক দেবে Lotus Eletre
Lotus Eletre Specifications: Key Card- ঠেকালেই খুলে যাবে দরজা। অন্দরসজ্জা একেবারে নিখুঁত এবং- আকর্ষণীয়। আর কী কী রয়েছে?
নিজস্ব চিত্র
1/10

গাড়িপ্রেমীদের নজরে এখন বৈদ্যুতিন গাড়ি। বিভিন্ন সংস্থা বাজারে একের পর এক বৈদ্যুতিন গাড়ি আনছে। কিন্তু অনেকেই মনে করেন বাকি অনেক সুবিধা থাকলেও combustion engine-এর গাড়ি চালিয়ে যে মজা পাওয়া যায়, তা বৈদ্যুতিন গাড়ি চালিয়ে পাওয়া যায় না। কিন্তু Lotus-এর এই গাড়ি সেই অভিজ্ঞতা পাল্টে দিতে পারে।
2/10

Lotus Eletre- বৈদ্যুতিন এই SUV দুরন্ত গতির স্বাদ দেবে। আড়াই টনের এই গাড়ি মাত্র ৩ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ তুলতে পারে। এই SUV- শুধু দ্রুত গতিই দেয় না, সুপারকারের ফিলও দেয়।
Published at : 23 Dec 2023 04:00 AM (IST)
আরও দেখুন






















