এক্সপ্লোর
Ford Endevour: ভারতের বাজারে ফের এন্ট্রি নেবে ফোর্ড, নতুন লুকে আসছে এনডিভারের অফরোড ভার্সন
Ford New Model:

ছবি - ফোর্ড থাইল্যান্ড
1/10

ব্যাঙ্কক আন্তর্জাতিক মোটর শো-তে ফোর্ড একটি নতুন মডেলের প্রদর্শনী করেছে। ফোর্ডের একটা বিশেষ ভার্সন। এনডিভার বা এভারেস্ট অফ রোড স্টাইলিং মডেলেরই একটি নয়া অবতার দেখা হল প্রদর্শনীতে। ছবি- ফোর্ড ইন্ডিয়া
2/10

ভারতে আবার ফিরে আসতে পারে ফোর্ড। সেই আশায় যে সমস্ত ফোর্ডপ্রেমীরা অপেক্ষা করছিলেন, তাঁদের কাছে ফোর্ড এনডিভারের এই নতুন মডেল আরও আশা জোগাচ্ছে। ছবি- ফোর্ড ইন্ডিয়া
3/10

এই শো-তে ফোর্ড একটা বিশেষ ম্যাট কালারের ভার্সন দেখিয়েছে যেখানে অফ রোড গাড়ির আরও কিছু ফিচার্স যুক্ত হয়ে গিয়েছে এবং এর বিশেষত্ব আরও বাড়িয়েছে। লুকও গিয়েছে বদলে। ছবি- ফোর্ড ইন্ডিয়া
4/10

এই নতুন এনডিভার বা এভারেস্টের ওয়াইল্ডট্র্যাক ভার্সন ব্ল্যাক ম্যাট শেডে খুবই আবেদনপূর্ণ লাগে। আর এতে জুড়ে যায় একটি সিনিস্টার লুকও। ছবি- ফোর্ড থাইল্যান্ড
5/10

এতে এসেছে একটা নতুন বাম্পার যা একে আরও বেশি অ্যাগ্রেসিভ লুক এনে দিয়েছে। শুধু তাই নয় এতে রয়েছে একটা ইন্টিগ্রেটেড বুল বার। রয়েছে এলইডি লাইট যা কিনা এর অফরোড ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে সহায়ক। ছবি- ফোর্ড থাইল্যান্ড
6/10

আর এনডিভারের এই বিশেষ টাফ-এন্ড কিছু কিছু অফ রোড স্পেসিফিকেশন নিয়ে এসেছে যার মধ্যে আছে নতুন মডেলের টায়ার। ২০ ইঞ্চি হুইলকে যে টায়ার মুড়ে রেখেছে। এর রিয়ার স্টাইলিং যদিও এখনকার সাধারণ ফোর্ড এনডিভার বা এভারেস্টের মতই। ছবি- ফোর্ড থাইল্যান্ড
7/10

ভারতে ফোর্ড ফিরে এলে এই নতুন লুকের এনডিভার মডেলটিই হবে এর প্রথম লঞ্চ মডেল। তবে জানা গিয়েছে শুরুতে ফোর্ড এই মডেলটির সিবিইউ ভার্সন আনবে বাজারে, তারপর অ্যাসেম্বল করবে। ছবি- ফোর্ড থাইল্যান্ড
8/10

নতুন জেনারেশনের এনডিভারে অনেক বেশি প্রযুক্তি জুড়ে গিয়েছে। আর এই ইন্ডিয়া স্পেক ভার্সনে থাকবে টুইন টার্বো ডিজেল ২.০ লিটার পেট্রোল ভার্সন যা কিনা বাজারে আগে থেকেই পাওয়া যায়। ছবি- ফোর্ড থাইল্যান্ড
9/10

টয়োটা ফরচুনার, এমজি গ্লস্টারের মত মডেলের সঙ্গে টেক্কা দেবে এই নতুন এনডিভার আর এর মাধ্যমেই প্লাস সাইজ এসইউভির দুনিয়ায় ঢুকে পড়বে এই সংস্থা। ছবি- ফোর্ড ইন্ডিয়া
10/10

বহুদিন ধরেই ভারতের বাজারে ফোর্ড আসবে এমনটা শোনা যাচ্ছিল। ভারতে আগে থেকেই ফোর্ডপ্রেমী রয়েছেন কিছু, এই নতুন মডেল বাজারে লঞ্চ করলে গ্রাহকের বা ক্রেতার সুবিধে পাবে এই মডেল। ছবি- ফোর্ড ইন্ডিয়া
Published at : 01 Apr 2024 12:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
