এক্সপ্লোর
Renault Duster 2024: কেমন দেখতে হবে নতুন রেনোঁ ডাস্টার ? দেখে নিন ছবি
Renault Duster 2024
1/8

Auto: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন প্রজন্মের Renault Duster 2024। অবশেষে প্রকাশ করা হয়েছে সেই ছবি। শোনা যাচ্ছে, বিশ্ববাজারে শীঘ্রই আসবে এই গাড়ি (Cars)। তবে ভারত লঞ্চ হতে অন্তত এক বছরেরও বেশি সময় লাগবে।
2/8

নতুন স্টাইলিংয়ের পাশাপাশি আরও কিছু পাবেন এই গাড়িতে। নতুন প্রজন্মের ডাস্টার আকারে বড় হয় এবং দেখতে আরও বেশি পেশিবহুলও হবে। স্পষ্টভাবে বিগস্টার কনসেপ্টের থেকে প্রভাবিত হয়েছে এই এসইউভি।
Published at : 02 Dec 2023 12:45 PM (IST)
আরও দেখুন






















