এক্সপ্লোর
New Volvo Cars: ভলভো আনল মাইল্ড হাইব্রিড এসইউভি, দেখে নিন ছবি
Volvo India: ভারতের বাজারে গ্রাহকদের আরও বৈশিষ্ট্যসম্পন্ন গাড়ি দিতে নতুন Volvo XC40 কমপ্যাক্ট লাক্সারি কার নিয়ে এল ভলভো।
XC40 Mild Hybrid
1/9

ভারতের বাজারে গ্রাহকদের আরও বৈশিষ্ট্যসম্পন্ন গাড়ি দিতে নতুন Volvo XC40 কমপ্যাক্ট লাক্সারি কার নিয়ে এল ভলভো। XC40 রিচার্জের লঞ্চ অনুসরণ করে এই আরও উন্নত সংস্করণ নিয়ে এসেছে কোম্পানি।
2/9

নতুন এই উন্নত সংস্করণের দাম ৪৫.৯০ লক্ষ টাকা এক্স-শোরুম রাখা হয়েছে। উৎসবের মরসুমে গাড়িটির দাম ৪৩.২ লক্ষ টাকা রাখা হয়েছে। তবে এই দাম কেবল সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে।
Published at : 21 Sep 2022 07:45 PM (IST)
আরও দেখুন






















