এক্সপ্লোর
Revolt RV India: বাইক দুনিয়ায় বিপ্লব ! চমকে দেবে রিভোল্টের এই নতুন বাইক, রয়েছে AI ফিচার্সও
Revolt India: একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি প্রায় ১৫০ কিমি. রাস্তা যেতে পারে, সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিমি.। বুকিং হবে মাত্র ৪৯৯ টাকায়। কিনতে চান Revolt-এর এই নতুন বাইক মডেলটি ? দেখুন ফিচার্স
ছবি- revoltmotors.com থেকে
1/10

দেশের প্রথম AI চালিত বাইক মডেল নিয়ে এসেছে রিভোল্ট (Revolt) সংস্থা। জানেন কী? ২০১৯ সালে প্রথম এই AI চালিত বাইক বাজারে নিয়ে আসে রিভোল্ট ইন্ডিয়া। তবে প্রাথমিকভাবে এই গাড়ির তিনটি রঙের ভ্যারিয়্যান্টই আগে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে হলুদ রঙের একটি মডেল লঞ্চ করেছে এই সংস্থা। ছবি- revoltmotors.com
2/10

একবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি প্রায় ১৫০ কিমি. রাস্তা যেতে পারে, সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিমি.। উল্লেখ্য যে মাত্র ৪৯৯ টাকা দিলেই এই বাইকটি (Revolt RV400) আপনি বুকিং করতে পারেন। ছবি- ছবি- revoltmotors.com
Published at : 24 Jan 2024 02:15 PM (IST)
আরও দেখুন






















