এক্সপ্লোর
Paytm Payments Bank: পেটিএম ব্যাঙ্কে বেতন ঢোকে ? এই কাজ না করলে আটকে যাবে বেতন
Salary Credit: পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত লেনদেন বন্ধ হয়ে যাবে আগামী ১৫ মার্চের পর থেকে। এই অ্যাকাউন্টে এখন বেতন ঢুকলে পরে কী আটকে যেতে পারে ?
ছবি সৌজন্য- পিটি আই
1/8

৩১ জানুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নতুন গ্রাহক যোগ করা এবং ঋণ দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। ছবি- পিটিআই
2/8

RBI-র পক্ষ থেকে জানানো হয়েছিল ২৯ ফেব্রুয়ারির পর থেকে পেটিএম ওয়ালেটে বা পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে না। ছবি- পিটিআই
3/8

পরে এই সময়সীমা বাড়িয়ে করা হয় ১৫ মার্চ। তবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে থাকা টাকা ব্যবহার করা যাবে ১৫ মার্চের পরেও। ছবি- পিটিআই
4/8

অ্যাকাউন্টে যতক্ষণ ব্যালেন্স থাকবে, ততক্ষণ আপনি সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। ছবি- পিটিআই
5/8

তবে ১৫ মার্চের পরে আর পেটিএম ওয়ালেট বা পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আর জমা পড়বে না। তাই কোনও টাকাই ক্রেডিট হবে না তারপর। বেতনও ঢুকবে না। ছবি- পিটিআই
6/8

পেটিএমের পেমেন্টস ব্যাঙ্কে নিয়মিত বেতন ঢুকলেও, ১৫ মার্চের পর তা আর ঢুকবে না। সমস্যায় পড়তে পারেন আপনি। ছবি- পিটিআই
7/8

এজন্য আগে থেকে অর্থাৎ ১৫ মার্চের আগেই আপনাকে অন্য একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে এবং তাঁর সঙ্গে পেটিএমের লিঙ্ক করাতে হবে। ছবি- পিটিআই
8/8

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে অংশীদার ব্যাঙ্কগুলির সুদ, ক্যাশব্যাক, সুইপ-ইন এবং রিফান্ডের টাকা আসতে পারে। আর অন্য কোনও টাকা এরপরে আর ক্রেডিট হবে না বলেই জানিয়েছে RBI। ছবি- পিটিআই
Published at : 01 Mar 2024 07:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















