এক্সপ্লোর
Indian Currency : নোট কী দিয়ে তৈরি, কাগজ ? সত্যিই কি তাই
Indian Rupee : জানেন, একসময় চালু ছিল দশ হাজারের নোটও ! নোটকে ঘিরে রয়েছে এরকম নানা জানা-অজানা তথ্য। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
Indian Currency
1/10

একটাকা থেকে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া দু'হাজারের নোট, কমবেশি আমরা পরিচিত আমরা সবাই। তবে সবাই পরিচিত নই এই নোটকে ঘিরে নানারকম কৌতুহলের উত্তরের সঙ্গে ? যেমন কত প্রকারের নোট এখন চালু রয়েছে বাজারে ? সবথেকে বেশি কত টাকার নোট ছাপা হয়েছে এখনও পর্যন্ত ? নোট তৈরি কীসে ? ইত্যাদি ইত্যাদি । ছবি - গেটি
2/10

RBI-এর তথ্য বলছে, দেশে এই মুহূর্তে দশ, কুড়ি, পঞ্চাশ, একশো, দুশো, পাঁচশোর নোট চালু রয়েছে। দুটাকা ও পাঁচ টাকার নোট চলছে, তবে ছাপার কাজ রয়েছে বন্ধ। অর্থাৎ, নতুন করে ছাপা হচ্ছে না। বদলে দু, পাঁচ টাকার কয়েনের উপর জোর দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে বাজারে যে সব নোট চলছে, তা চলবে। লিগাল টেন্ডার হিসেবেই। চালু এক টাকার নোটও। ছবি - গেটি
Published at : 28 Dec 2023 10:20 PM (IST)
আরও দেখুন






















