এক্সপ্লোর
Drunk And Drive : মদ্যপান করে গাড়ি চালালে কোন কাজ করতে পারে না পুলিশ, সাজা ছাড়াও হতে পারে জরিমানা
Drunk And Drive : শীতের রাতে অনেকেই পার্টি বা পিকনিক থেকে মদ্যপান করে গাড়ি চালিয়ে ফিরছেন। পাশাপাশি ক্লাব বা পার্টি নাইট থেকেও বহু যুবক, যুবতী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। যার ফল হচ্ছে ভয়ানক।
মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন ? পুলিশ এই কথা বলতে পারে না !
1/8

Motor Vehicle Act : মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী, কেউ যদি মদ্যপান করে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে, তবে তাকে জরিমানা করা হয়। এছাড়াও গাড়ি কি বাজেয়াপ্ত করতে পারে পুলিশ ? কী রয়েছে নিয়ম।
2/8

নতুন বছর শুরু হতেই এই ধরনের অনেক কেস সামনে এসেছে। শীতের রাতে অনেকেই পার্টি বা পিকনিক থেকে মদ্যপান করে গাড়ি চালিয়ে ফিরছেন। পাশাপাশি ক্লাব বা পার্টি নাইট থেকেও বহু যুবক, যুবতী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। যার ফল হচ্ছে ভয়ানক।
Published at : 22 Jan 2025 03:32 PM (IST)
আরও দেখুন






















