এক্সপ্লোর
UPI: টাকা লেনদেনে হোঁচট? UPI সমস্য এড়াতে নজরে থাকুক কিছু Tips
Bank Transaction:এখন সারা দেশেই UPI-এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। নিমেষের মধ্যে লেনদেন করতে এর জুড়ি নেই।
নিজস্ব চিত্র
1/10

এক মুহূর্তে সেরে ফেলা যায় ব্যাঙ্ক লেনদেন। পেট্রোল পাম্প থেকে শপিং মল কিংবা সিনেমার টিকিট কাটা। এখন সারা দেশেই রমরমিয়ে চলছে ইউপিআই (UPI) পেমেন্ট সিস্টেম।
2/10

এখন সারা দেশেই UPI-এর ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। ব্য়াঙ্কিং অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা নিমেষের মধ্যে ট্রান্সফার করা যায় এর মাধ্যমে।
Published at : 31 Aug 2023 07:34 AM (IST)
আরও দেখুন






















