এক্সপ্লোর
Holi 2025 : হোলিতে জোর করে রং লাগালে সোজা থানায় ! হতে পারে এই জরিমানা ও জেল

দোলে জোর করে কউকে রং দেবেন না..
1/7

এই বিষয়ে সঠিক জ্ঞান নেই আমাদের অনেকেরই। জোর করে অন্যের গায়ে রং লাগানোর ঘটনা আপনাকে জেলে পাঠাতে পারে। এই বিষয়ে কী কী নিয়ম করা হয়েছে, তা আগে থেকেই জেনে নিন। যাতে পরবর্তীতে জামিন নিতে না হয়।
2/7

আগামীকাল অর্থাৎ ১৪ মার্চ সারা দেশে হোলি পালিত হবে। হোলির দিনে রঙে রাঙা গোটা দেশ। রাস্তা, বাড়ির ছাদ সবই রঙে রাঙানো হবে কাল। লোকেরা এই দিনে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে হোলি উৎসব উদযাপন করে।
3/7

প্রচুর রং ও আবির দিয়ে খেল হয় দোল । কিন্তু কিছু জায়গায় এমনও দেখা যায়, মানুষ অপরিচিতদের গায়ে রং ছুড়ে দেয়। অনেক সময় রাস্তায় চলাচলকারী লোকজনের গায়ে জোর করে রং লাগিয়ে দেয়। আপনারও যদি এমনটি করার শখ থাকে, তাহলে সাবধান !
4/7

এই কাজকরলে আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে। জোর করে অন্যের গায়ে রং লাগালে জেলে পর্যন্ত যেতে পারে। এই বিষয়ে কী কী নিয়ম করা হয়েছে তা আগে থেকেই জেনে নিন। যাতে পরবর্তীতে জামিন না পেতে হয়।
5/7

যদি হোলির দিনে জোর করে কারও গায়ে রং লাগিয়ে কোনও ক্ষতি করা হয়, তাহলে সেক্ষেত্রে BNS এর 125 ধারায় আপনাকে 5000 টাকা জরিমানা দিতে হতে পারে। অথবা আপনার 1 বছরের জেল বা উভয় সাজা হতে পারে। যদি কোনও মহিলাকে জোর করে রং দেওয়া হয়, তাহলে মহিলার মর্যাদা অবমাননার জন্য বিএনএসের ৭৯ ধারায় মামলা করা হতে পারে। যেখানে ৩ বছরের জেল এবং জরিমানা হতে পারে।
6/7

হোলির দিনে যদি কাউকে আটকে গায়ে রং লাগাতে বাধ্য করা হয়, বা তাকে হয়রান করা হয়, তাহলে বিএনএসের 345 ধারায় মামলা করা হতে পারে। যাতে ১ মাসের জেল বা ৫০০০ টাকা জরিমানা হতে পারে। অথবা উভয় শাস্তিই হতে পারে।
7/7

জোর করে কারও গায়ে রং লাগানোর কারণে যদি হিংসা বা মারামারি ঘটনা ঘটে, তাহলে বিএনএসের ১৫০ ধারায় মামলা করা হতে পারে। যেখানে ১০ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। তাই, হোলিতে কাউকে জোর করে রং লাগানোর আগে এই বিষয়গুলো মাথায় রাখুন।
Published at : 13 Mar 2025 04:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
