এক্সপ্লোর
Income Tax: প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ? তবুও জমা করা যাবে আয়কর, কীভাবে জানেন ?
PAN Card: প্যান নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় আয়কর জমা করার ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা দিতে পারে করদাতাদের। প্যান নিষ্ক্রিয় হলে কি আয়কর জমা দেওয়া যাবে না ? কী জানাচ্ছে আয়করের নিয়ম ?

ছবি সৌজন্য- ফ্রিপিক
1/10

আয়কর দফতরের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল প্যান ও আধার কার্ড লিঙ্ক করানোর জন্য। যারা এখনও লিঙ্ক করাননি, তাঁদের প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। ছবি- ফ্রিপিক
2/10

প্যান নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় আয়কর জমা করার ক্ষেত্রে নানারকম সমস্যা দেখা দিতে পারে করদাতাদের। প্যান নিষ্ক্রিয় হলে কি আয়কর জমা দেওয়া যাবে না ? ছবি- ফ্রিপিক
3/10

প্যান কার্ডের সঙ্গে আধারের যারা লিঙ্ক করাননি বলে প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাঁরা আধার কার্ডের মাধ্যমে ITR ফাইলিং করতে পারেন। ছবি- ফ্রিপিক
4/10

৩১ মার্চের মধ্যেই শেষ হয়ে যাবে চলতি অর্থবর্ষ আর এর আয়কর জমার তাগিদ তাই এখন থেকেই শুরু করদাতাদের মধ্যে। ছবি- ফ্রিপিক
5/10

২০২৩-২৪ অর্থবর্ষের ITR ফাইলিং আগামী ৩১ জুলাই পর্যন্ত করা যাবে যাদের অডিটের প্রয়োজন নেই এরকম করদাতাদের। ছবি- পিটিআই
6/10

প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে করদাতা আধারের মাধ্যমে ওটিপি যাচাইকরণ প্রক্রিয়ায় আয়কর জমা করতে পারেন। ছবি- ফ্রিপিক
7/10

এক্ষেত্রে করদাতাদের বিকল্প পদ্ধতিতে ওটিপি যাচাই করতে হবে। নেট ব্যাঙ্কিং, এটিএম ইত্যাদি মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন যাচাই করা সম্ভব। ছবি- ফ্রিপিক
8/10

তবে করদাতারা সমস্যায় পড়তে পারেন রিফান্ডের ক্ষেত্রে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আয়করের রিফান্ড নাও আসতে পারে। ছবি- ফ্রিপিক
9/10

আয়কর দফতর স্পষ্টই জানিয়েছিল যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালে আয়কর জমার যে রিফান্ডের টাকা তা আটকে যাবে। ছবি- ফ্রিপিক
10/10

২০২৩ সালে ৩০ জুন ছিল আধারের সঙ্গে প্যান লিঙ্কের শেষ সময়সীমা। তবে এখনও কেউ চাইলে কিছু চার্জ দিয়ে এই আধার প্যান লিঙ্ক করিয়ে নিতে পারেন। ছবি- পিটিআই
Published at : 23 Mar 2024 05:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
