এক্সপ্লোর
LIC Policy: দিনে ১৫০ টাকা জমালে পাবেন ১৯ লক্ষ, ছোটদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন এই স্কিমে
LIC Policy: শিশুদের জন্য দুর্দান্ত স্কিম, কম বিনিয়োগে আসবে বেশি টাকা।
1/7

LIC Policy New Children Money Back Plan: দেশের সবথেকে বড় পাবলিক সেক্টর ইনস্যুরেন্স কোম্পানি LIC-র ওপর ভরসা রাখে কোটি কোটি মানুষ। দেশবাসীর ধারণা, বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত ও নিরাপদ স্থান (LIC Policy)। আর্থিক সুরক্ষার পাশাপাশি এলআইসি-তে বিনিয়োগ করে একটা মোটা রিটার্ন (Maximum Return)পাওয়া যায়।
2/7

সব বাবা-মা তাদের সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আপনিও যদি শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে LIC-এর চিলড্রেন মানি ব্যাক প্ল্যানে (New Children Money Back Plan) বিনিয়োগ করতে পারেন। এতে প্রতিদিন ১৫০ টাকা জমিয়ে আপনি ১৯ লাখ টাকা রিটার্ন পেতে পারেন। জেনে নিন কী এই স্কিম। (PC: Freepik)
Published at : 07 Jan 2022 08:54 PM (IST)
আরও দেখুন






















