এক্সপ্লোর
PM Viksit Bharat Rozgar Yojana: মোদি সরকারের বড় উদ্যোগ, ১ অগাস্ট থেকে প্রথমবারের কর্মীরা পাবেন ১৫,০০০ টাকা, কীভাবে ?
PM Viksit Bharat Rozgar Yojana: মন্ত্রক জানিয়েছে, ইপিএফওতে রেজিস্টার্ড প্রথমবারের কর্মচারীদের লক্ষ্য করে এই প্রকল্পটি দুই কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত এক মাসের ইপিএফ মজুরি দেবে।
১৫ হাজার টাকা করে পাবেন এই কর্মীরা।
1/8

শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে , নতুন প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (পিএম-ভিবিআরওয়াই) এর আওতায় ইপিএফওতে রেজিস্টার্ড প্রথমবারের কর্মচারীরা ১ আগস্ট থেকে ১৫,০০০ টাকা উপার্জন করবেন। এই বিষয়ে আগেই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ (ইএলআই) প্রকল্প সম্পর্কিত পিএম-ভিবিআরওয়াই ৯৯,৪৪৬ কোটি টাকা ব্যয়ের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
2/8

মন্ত্রক জানিয়েছে, ইপিএফওতে রেজিস্টার্ড প্রথমবারের কর্মচারীদের লক্ষ্য করে এই প্রকল্পটি দুই কিস্তিতে ১৫,০০০ টাকা পর্যন্ত এক মাসের ইপিএফ মজুরি দেবে। প্রথম কিস্তি ছয় মাসের চাকরির পরে ও দ্বিতীয় কিস্তি কর্মচারীর ১২ মাসের চাকরি ও ফিন্য়ান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম সম্পন্ন করার পরে দেওয়া হবে।
Published at : 25 Jul 2025 08:33 PM (IST)
আরও দেখুন






















