এক্সপ্লোর
PMJJBY Account: কীভাবে পাবেন জীবন জ্যোতি বিমার কভারেজের টাকা ? কী কী নথি লাগে ?
PMJJBY Claim Process: ২০১৫ সালে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা। এই বিমা প্রকল্পে পলিসিহোল্ডারের মৃত্যু হলে সেই বিমা কভারেজের টাকা কীভাবে পাবেন ?

ছবি সৌজন্য- ফ্রিপিক
1/10

জীবনবিমাকে সহজলভ্য করার জন্য এবং আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ২০১৫ সালে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা।
2/10

মাসে মাত্র ৪৩৬ টাকা করে জমালে পলিসিহোল্ডারের মৃত্যুতে তাঁর পরিবার তথা মৃতের নমিনি এই বিমা প্রকল্পের অধীনে ২ লক্ষ টাকা পাবেন।
3/10

১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষেরা এই বিমার আওতায় আসতে পারেন। প্রতি বছর এই বিমা রিনিউ করাতে হয়।
4/10

তবে পলিসিহোল্ডারের মৃত্যু হলে সেই বিমা কভারেজের টাকা কীভাবে পাবেন ? কী পদ্ধতি ? কী কী নথিই বা জমা দিতে হয় ?
5/10

প্রথমত বিমা শুরু করার বা রিনিউ করার ৩০ দিনের মধ্যে পলিসিহোল্ডারের মৃত্যু হলে কোনও টাকা পাওয়া যাবে না।
6/10

মৃত্যুর পর মৃতের নমিনিকে মৃত্যুর ৩০ দিনের মধ্যে ব্যাঙ্কে বা পোস্ট অফিসে যেখানে পলিসি করানো আছে, সেখানে গিয়ে নথি জমা করতে হবে এবং ক্লেইম-কাম-ডিসচার্জ ফর্ম জমা করতে হবে।
7/10

ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে মৃত্যুর প্রমাণ (Death Certificate), নমিনির আধার ও প্যান নম্বর প্রাথমিকভাবে প্রয়োজন হয়।
8/10

এছাড়া দরকার হয় ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবইয়ের প্রথম দুই পাতার প্রতিলিপি, নমিনি ছাড়া অন্য কেউ টাকা দাবি করলে তাঁর সঙ্গে মৃতের সম্পর্কের খতিয়ান দেখাতে হয়।
9/10

এরপর নথি সহ ক্লেইমের ফর্ম জমা করলে সেই আবেদন বিমা সংস্থা ভালভাবে যাচাই করার পর কভারেজের টাকা পোস্ট অফিস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
10/10

নথি ঠিক থাকলে অন্য কোনও সমস্যা না থাকলে ক্লেইমের আবেদন করার ৭ দিনের মধ্যেই কভারেজের টাকা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
Published at : 18 May 2024 05:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
