SBI Customer Update: এই কাজের জন্য চার্জ নেবে না SBI, আপনি জানেন তো ?
By : abp ananda | Updated at : 18 Jan 2022 01:28 AM (IST)
Money
1/5
SBI Update: গ্রাহকদের সুবিধার্থে নতুন নির্দেশ জারি করেছে State Bank of India (SBI)। এবার থেকে অনলাইনে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে না কোনও চার্জ। মূলত ডিজিটাল ব্যাঙ্কিং (Digital Banking) পরিষেবাকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক।
2/5
SBI IMPS Charge: ফ্রিতে কত টাকার লেনদেন ? আগে অনলাইনে IMPS(Immediate Payment Service)-এর ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকার লেনদেনে কোনও চার্জ নিত না স্টেট ব্যাঙ্ক(SBI)। এবার সেই সর্বোচ্চ সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। SBI জানিয়েছে, ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking), মোবাইল ব্যাঙ্কিং (Mobile Banking) ছাড়াও ব্যাঙ্কের ইয়োনো অ্যাপে (Yono App)পাওয়া যাবে এই বিনামূল্যে লেনদেনের সুবিধা।
3/5
SBI IMPS Charge: ব্যাঙ্কের শাখায় গেলে কত টাকা ? স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, অনলাইনে লেনদেনের ক্ষেত্রে IMPS-এর এই সুবিধা পাওয়া যাবে না ব্যাঙ্কের শাখায়। সেখানে আগের মতোই টাকা পাঠাতে পরিষেবা কর বা Service Charge দিতে হবে গ্রাহককে। তবে নতুন করে ২-৫ লাখের একটি আলাদা শ্রেণি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
4/5
ব্যাঙ্কের শাখা থেকে ২-৫ লাখের IMPS করালে গ্রাহককে দিতে হবে ২০ টাকা প্লাস GST। ব্যাঙ্কের শাখায় IMPS-এই নতুন চার্জ আগামী ১ ফেব্রুয়ারি থেকে জারি হচ্ছে। এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, RTGS ও NEFT-র পাশাপাশি IMPS-এ নতুন চার্জ লাগবে।
5/5
SBI 3-in-1 Account Facility: নতুন ঘোষণা ছাড়াও গ্রাহকদের সুবিধা দিতে এবার 3-in-1 অ্যাকাউন্ট পরিষেবা শুরু করেছে State Bank of India (SBI)। এ বার থেকে এক অ্যাকাউন্টেই পাবেন তিনটি কাজের সুবিধা। এতদিন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা করে খুলতে হত স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের। এখন থেকে আর সেই ঝক্কি পোহাতে হবে না।