সিএবি কর্তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনাও হয় সৌরভের।
2/6
ইডেনের ক্লাব হাউসের লোয়ার টিয়ারে বসে খেলা দেখেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ।
3/6
বুধবার বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম ম্যাচে মোহনবাগানকে ৫ উইকেটে হারিয়েছে তপন মেমোরিয়াল ক্লাব। তপন মেমোরিয়ালের হয়ে ২৪ বলে ৫১ রান করে ম্যাচের নায়ক সদ্য আইপিএল খেলে ফেরা শাহবাজ আমেদ। প্রথমে ব্যাট করে মোহনবাগান তুলেছিল ১২৯/৫। হাতে ৫ উইকেট নিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় তপন মেমোরিয়াল।
4/6
সৌরভ বোর্ডের মসনদে বসার পর সিএবি-তে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অভিষেক ডালমিয়া। সৌরভ যখন সিএবি প্রেসিডেন্ট ছিলেন, অভিষেক সচিবের দায়িত্ব সামলেছেন। ক্রিকেট প্রশাসনের সেই পুরনো জুটিকে ফের একবার দেখা গেল বুধবার ইডেনে।
5/6
বুধবার ইডেনে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের খেলা দেখতে এসেছিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
6/6
আইপিএলের ধাঁচে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করেছে সিএবি। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের হাত ধরেই প্রায় ৮ মাস পরে ক্রিকেট ফিরেছে ইডেন গার্ডেন্সে।