এক্সপ্লোর
Bharat Bandh Update: বামেদের ডাকা ধর্মঘটে লোকালে পাথর, পথ আটকে লুডো, অশান্তি দফায় দফায়
1/17

শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার শাখায় মগরাহাট ও হোটর স্টেশনের মাঝে রেললাইন অবরোধ। লক্ষ্মীকান্তপুর শাখায় দক্ষিণ বারাসাত ও মথুরাপুর স্টেশনের মাঝে অবরোধ করেন ধর্মঘটীরা। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণের সমস্ত শাখাতেই একসময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
2/17

গড়িয়ার বিভিন্ন জায়গায় ধমর্ঘটের সমর্থনে মিছিল। কামালগাজি মোড়ে সরকারি বাসের লুকিং বাস ভেঙে চালককে হুমকি ধমর্ঘটীদের। অটো দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় ধর্মঘটীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
Published at :
Tags :
Bharat Bandh Updateআরও দেখুন






















