এক্সপ্লোর
Aadhaar Shila: ৪ লক্ষ টাকা পেতে দিনে ২৯ টাকা বিনিয়োগ, এই কার্ড থাকলেই মহিলারা করতে পারবেন এই যোজনা
LIC Aadhaar Shila Policy
1/7

মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিশেষ যোজনা রয়েছে LIC-র। 'আধার শিলা' (Aadhaar Shila) নামের এই পলিসিতে দিনে ২৯ টাকা করে জমিয়ে মেয়াদ শেষে ৪ লক্ষ টাকা পেতে পারবেন আমানতকারী। এ ছাড়াও সঙ্গে রয়েছে বিশেষ সুবিধা।
2/7

সম্প্রতি এই জীবন বিমা পলিসি জনপ্রিয়তা পেয়েছে মহিলাদের মধ্যে। তবে এই পলিসির নাম আধার শিলা রাখার বিশেষ কারণ রয়েছে LIC-র। মূলত, আধার কার্ড রয়েছে এমন মহিলারাই 'আধার শিলা' (Aadhaar Shila)পলিসি করতে পারবেন।২০২০ সালের ১ ফেব্রুয়ারি এই পলিসি আনে Life Insurance Corporation Of India। জীবন বিমার পাশাপাশি সঞ্চয়ের সুবিধা রয়েছে এই পলিসিতে। নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই পলিসিতেই ঋণ নিতে পারবেন মহিলারা।
Published at : 21 Nov 2021 05:33 PM (IST)
আরও দেখুন






















