এক্সপ্লোর
Best Stocks To Buy: 'এই' পাঁচ স্টকে হতে পারে টাকার বৃষ্টি, জেনে নিন টার্গেট ও স্টপলস
জুবিল্যান্ট ফুডওয়ার্কসের শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে ব্রোকারেজ হাউস রেলিগার ব্রোকিং। এর জন্য টার্গেট প্রাইস হতে হবে প্রতি শেয়ার 339 টাকা এবং স্টপ লস 305 টাকা রাখা উচিত।
চলতি সপ্তাহের সেরা পাঁচ স্টক, এগুলির নাম জানেন ?
1/8

গত এক মাস ধরে শেয়ারবাজারে পতন চলছে। গত সপ্তাহে সেনসেক্স 0.29 শতাংশ এবং নিফটি 0.64 শতাংশ কমেছে। আগামীতেও শেয়ারবাজারে ওঠানামা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন ব্রোকারেজ হাউস সেরা 5টি স্টকের পরামর্শ দিয়েছে যা আগামী 4 দিনে ভাল রিটার্ন দিতে পারে।
2/8

জুবিল্যান্ট ফুডওয়ার্কসের শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে ব্রোকারেজ হাউস রেলিগার ব্রোকিং। এর জন্য টার্গেট প্রাইস হতে হবে প্রতি শেয়ার 339 টাকা এবং স্টপ লস 305 টাকা রাখা উচিত। এমনই বলেছে ব্রোকারেজ সংস্থা। এই ব্রোকারেজ ফার্ম জানিয়েছে, কেউ এই শেয়ারে পাঁচ থেকে সাত দিনের জন্য বিনিয়োগ করতে পারে।
Published at : 11 Nov 2024 09:47 PM (IST)
আরও দেখুন






















