এক্সপ্লোর
Cheapest Cars: দেশের কম দামি ৬টি গাড়ি, জেনে নিন দাম ও ফিচার
Renault_Kwid: কম বাজেটেও বেশি ফিচার এই গাড়িতে।
1/6

Datsun GO+: 1198 cc পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে 19.02 কিলোমিটার যেতে পারে এই গাড়ি। এই গাড়ি অটোমেটিক ও ম্যানুয়াল দুই ট্রান্সমিশনেই পাওয়া যায়। এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য 4.25 লক্ষ টাকা (দিল্লির এক্স-শোরুম)।
2/6

Maruti Suzuki S-Presso: এই গাড়িতে রয়েছে 998cc পেট্রোল ইঞ্জিন। কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে 21.40 কিলোমিটার যেতে পারে এই গাড়ি। এর সিএনজি ভ্যারিয়েন্টও পাওয়া যায়। দিল্লিতে এর পেট্রল ভ্যারিয়েন্টের দাম শুরু 3.78 লক্ষ টাকা থেকে (এক্স-শোরুম)।
3/6

Renault Kwid-এ 799cc পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে 20.71 কিলোমিটার যেতে পারে ক্যুইড। এটি অটোমেটিক ও ম্যানুয়াল উভয় ট্রান্সমিশনে আসে পাওয়া যায়। এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম শুরু 4.12 লক্ষ টাকা থেকে।
4/6

Datsun redi-GO কোম্পানির সবথেকে সস্তা গাড়ি। এতে রয়েছে 799 cc পেট্রল ইঞ্জিন। কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে 20.71 কিলোমিটার যেতে পারে রেডি গো। দিল্লিতে এর এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 3.97 লক্ষ টাকা থেকে।
5/6

Maruti Suzuki Alto: দেশের সবথেকে সস্তা গাড়ির তকমা রয়েছে অল্টোর গায়ে। এতে 796cc পেট্রল ইঞ্জিন রয়েছে। কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে 22.05 কিলোমিটার মাইলেজ দেয় এই গাড়ি। এর সিএনজি ভ্যারিয়েন্টও রয়েছে। এর পেট্রল ভ্যারিয়েন্টের দাম শুরু 3.15 লক্ষ টাকা থেকে।
6/6

Datsun GO: 1198 cc পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে এই গাড়িতে। কোম্পানির দাবি, এক লিটার পেট্রলে 19.02 কিলোমিটার যেতে পারে ড্যাটসন গো। এই গাড়ি অটোমেটিক ও ম্যানুয়াল দুই ট্রান্সমিশনেই পাওয়া যায়। এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য দিল্লির এক্স-শোরুম প্রাইস 4.03 লক্ষ টাকা।
Published at : 19 Dec 2021 07:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
