এক্সপ্লোর
Ex-Showroom Price: গাড়ির এক্স শোরুম প্রাইসের সঙ্গে অন রোড মূল্যের পার্থক্য কী, কত টাকা বেশি লাগে ?
Car Price: গাড়ি কেনার ক্ষেত্রে প্রায়শই এই দুই দাম শুনে হকচকিয়ে যান অনেকে। প্রথমে এক্স শোরুম প্রাইস শুনে এগিয়ে এলেও অন রোড দাম শুনে পিছপা হতে পারেন ক্রেতারা।
Maruti Fronx
1/12

গাড়ি কেনার ক্ষেত্রে প্রায়শই এই দুই দাম শুনে হকচকিয়ে যান অনেকে। প্রথমে এক্স শোরুম প্রাইস শুনে এগিয়ে এলেও অন রোড দাম শুনে পিছপা হতে পারেন ক্রেতারা। কেন এই ঘটনা ঘটে,জেনে নিন এক্স-শোরুম ও অন-রোড মূল্যের তফাত।
2/12

যেকোনও গাড়ির এক্স-শোরুম মূল্যকে কেবল গাড়ির মূল্য হিসাবে দেখা হয়। যেখানে অতিরিক্ত RTO, রোড ট্যাক্স ও বিমার মূল্য যোগ করা থাকে না গাড়ির সঙ্গে। যদিও রাস্তায় যেকোনও যানবাহন চালাতে হলে এই তিনটি টাকাই দিতে হয়।
Published at : 07 Feb 2023 04:33 PM (IST)
আরও দেখুন






















