এক্সপ্লোর
DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে আরও টাকা, শীঘ্রই সুখবর ?
money
1/8

Salary News: কেন্দ্রীয় সরকার (Central Government) শীঘ্রই তার কর্মীদের ডিএ (DA) বাড়াতে পারে। কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় সরকার জানুয়ারি ও জুলাই মাসে বছরে দুবার ডিএ (মহার্ঘ ভাতা) বাড়ায়। উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে DA গণনা করা হয় ।
2/8

শোনা যাচ্ছে,মার্চে এই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে। এই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কত বাড়বে তা জেনে নিন।
Published at : 15 Feb 2024 08:12 AM (IST)
আরও দেখুন






















