DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে আরও টাকা, শীঘ্রই সুখবর ?
By : ABP Ananda | Updated at : 15 Feb 2024 08:12 AM (IST)
money
1/8
Salary News: কেন্দ্রীয় সরকার (Central Government) শীঘ্রই তার কর্মীদের ডিএ (DA) বাড়াতে পারে। কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় সরকার জানুয়ারি ও জুলাই মাসে বছরে দুবার ডিএ (মহার্ঘ ভাতা) বাড়ায়। উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে DA গণনা করা হয় ।
2/8
শোনা যাচ্ছে,মার্চে এই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে। এই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কত বাড়বে তা জেনে নিন।
3/8
শ্রম মন্ত্রক প্রতি মাসে শিল্প শ্রমিকদের (CPI-IW) ডেটার জন্য কনজিউমার প্রাইস ইনডেক্স বা উপভোক্তা মূল্য সূচক প্রকাশ করে। এই ভিত্তিতে সেই সব কর্মচারী পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয় যারা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন এবং পেনশন নেন।
4/8
বর্তমানে কেন্দ্রীয় সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের মূল বেতনের 46 শতাংশ ডিএ দিচ্ছে। সিপিআই আইডব্লিউ ডেটা অনুসারে, ডিএ 50.26 শতাংশে উন্নীত হওয়া উচিত। তবে কেন্দ্রীয় সরকার সরাসরি মূল বেতনের 4 শতাংশ বাড়িয়ে 50 শতাংশ করতে পারে।
5/8
এর আগে কেন্দ্রীয় সরকার 18 অক্টোবর 2023-এ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এটি 1 জুলাই, 2023 থেকে কার্যকর বলে বিবেচিত হয়েছিল। সরকার এখন যে 4 শতাংশ বৃদ্ধি ঘোষণা করতে চলেছে তা 1 জানুয়ারি, 2024 থেকে কার্যকর বলে বিবেচিত হবে।
6/8
দেরিতে ঘোষণা করার জন্য, আগের মাসের ডিএ বকেয়া আকারে পাওয়া যায়। মুদ্রাস্ফীতির প্রভাব দূর করতে ডিএ বাড়ানো হয়। এ কারণে সময়ে সময়ে কর্মচারীদের বেতন বাড়তে থাকে।
7/8
সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট বলছে, একজন কর্মচারীর মূল বেতন যদি 53500 টাকা হয়, তাহলে 46 শতাংশ হারে তার ডিএ হবে 24,610 টাকা। ডিএ 50 শতাংশে বাড়লে, তিনি প্রতি মাসে 2140 টাকা লাভ পাবেন।
8/8
একইভাবে, যদি কারও পেনশন প্রতি মাসে 41000 টাকা হয়, তবে 46 শতাংশ হারে তার ডিএ হবে 18906 টাকা। ডিএ বৃদ্ধির পরে, তার পেনশন 1644 টাকা বৃদ্ধি পাবে।