By : ABP Ananda | Updated at : 11 Apr 2023 07:21 AM (IST)
Money
1/10
ইপিএফও অফিসে ঘুরতে হবে না। ঘরে বসেই তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা। এখন উমং অ্যাপ পাওয়া যাচ্ছে এই সুবিধা। জেনে নিন, ঠিক কীভাবে করতে হবে এই কাজ।
2/10
Provident Fund: বেতম কাঠামোর নিয়ম অনুসারে সব কর্মজীবী ব্যক্তির বেতনের একটি ছোট অংশ কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থার (EPFO) কাছে জমা হয়। PF অ্যাকাউন্টধারীরা অবসর নেওয়ার পরে EPFO-তে জমা করা পরিমাণের 100% তুলতে পারেন।
3/10
যদিও ইপিএফও অ্যাকাউন্টধারকরা জরুরি পরিস্থিতিতেও পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এটি করার আগে, আপনাকে এর কারণ জানাতে হয় কর্তৃপক্ষকে। আপনারও যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি উমং অ্যাপের মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
4/10
প্রায়শই কর্মীরা অবসর ছাড়া অন্য কোনও জরুরি অবস্থায় পিএফ থেকে টাকা তুলে থাকে। ঘর মেরামত, বাচ্চাদের পড়াশোনা, বিয়ের খরচ, পরিবারের সদস্য বা নিজের অসুস্থতার খরচ ইত্যাদির জন্য আপনি পিএফ থেকে টাকা তুলতে পারেন।
5/10
আগে পিএফ থেকে টাকা তুলতে ব্যাঙ্ক বা পিএফ অফিসে যেতে হত, কিন্তু এখন আপনি ঘরে বসেই করতে পারেন এই কাজ। সরকারের উমং অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।
6/10
EPFO অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনেক উপায় আছে, তবে আপনি সহজেই ঘরে বসে এই কাজটি করতে পারবেন উমং অ্যাপের মাধ্যমে। এই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে হলে PF-এর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) শুধুমাত্র আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। জেনে নিন,উমং অ্যাপের মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সহজ উপায়।
7/10
কীভাবে UMANG অ্যাপের মাধ্যমে টাকা তোলা যায় : প্রথমে আপনার মোবাইলে উমং অ্যাপটি ডাউনলোড করুন ও সেখানে রেজিস্টার করুন। এর জন্য আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে।
8/10
আপনি Umang অ্যাপে অনেকগুলি বিকল্প দেখতে পাবেন, যেখান থেকে EPFO-এর R বিকল্পটি বেছে নিন। এর পরে, এখানে আপনাকে ক্লেইমের অপশনে ঢুকে যান ও UAN নম্বরটি পূরণ করুন।
9/10
পরবর্তীকালে EPFO-তে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP আসবে, এটি এখানে লিখুন।এখন আপনাকে পিএফ অ্যাকাউন্ট থেকে তোলার ধরন বেছে নিতে হবে ও ফর্মটি পূরণ করতে হবে।এর পর এই ফর্মটি জমা দিতে হবে।
10/10
তারপর আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য একটি রেফারেন্স নম্বর পাবেন। এই নম্বরের মাধ্যমে আপনি টাকা তোলার অনুরোধ ট্র্যাক করতে পারেন। EPFO আগামী 3 থেকে 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে