এক্সপ্লোর
Small Finance Bank: বেশি সুদ দেখে স্মল সেভিংস ব্যাঙ্কে বিনিয়োগ করছেন ? আগে জেনেছেন এই বিষয়গুলি
Money
1/9

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট (Repo Rate) বাড়ানোর পর থেকেই শুরু হয়ে গিয়েছে এই বৃদ্ধি। মেয়াদি আমানতের ওপর আকর্ষণীয় সুদ দিচ্ছে স্মল ফাইনান্স ব্যাঙ্কগুলি । যদিও বেশি রিটার্ন পেয়েও এই ধরনের ছোট ব্যাঙ্কে বিনিয়োগ করার ঝুঁকিপূর্ণ ভাবেন অনেকেই। সেই ক্ষেত্রে এই ৮ উপায়ে সহজেই বুঝে নিতে পারবেন আপনার স্মল সেভিংস ব্যাঙ্ক কতটা নিরাপদ।
2/9

১ ডিআইজিসিআই কভার: প্রথমে যে স্মল সেভিংস ব্যাঙ্কে বিনিয়োগ করতে চান, তা ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-এর ৫ লাখ টাকার বিমা কভারের আওতায় আসে কিনা তা জানুন। এই বিমায় বিনিয়োগ করা মূলধন ও সুদে দুই কভার করে। নিশ্চিত করুন, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের স্থায়ী আমানতগুলি ডিআইজিসিআই বিমা কভার অফার করে।
Published at : 25 Apr 2023 11:55 PM (IST)
আরও দেখুন






















