এক্সপ্লোর
Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার, এখন কত হল রেট ?
বদল গেছে এই ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটের সুদের হার। জেনে নিন, এখন টাকা রাখলে কত পাবেন ।

SBI
1/9

SBI, HDFC ছাড়াও অনেক ব্যাঙ্কে বদলে গেছে স্থায়ী আমানতের সুদ। জেনে নিন, দেশের বড় ব্য়াঙ্কগুলির সুদের হার।
2/9

এখনও শেয়ার বাজারে বিপুল আয়ের হাতছানির মধ্যেও ফিক্সড ডিপোজিটে ভরসা রাখে দেশবাসী। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট একই রাখায় নতুন করে এফডিতে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি।
3/9

এইচডিএফসি ব্যাঙ্ক এক বছরের স্থায়ী আমানতের জন্য আকর্ষণীয় সুদের হার অফার করে। সাধারণ বিনিয়োগকারীরা এখানে 6.60 শতাংশ উপার্জন করেন এবং প্রবীণ নাগরিকরা 7.10 শতাংশের বেশি হার পান৷
4/9

HDFC ব্যাঙ্ক পরিপক্কতার সময়কালের উপর নির্ভর করে সাধারণ গ্রাহকদের জন্য 3 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে।
5/9

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিটে (এফডি) বিনিয়োগকারী গ্রাহকরা 3 শতাংশ থেকে 7 শতাংশ পর্যন্ত সুদের হার আশা করতে পারেন, সিনিয়র নাগরিকরা অতিরিক্ত 50 বেসিস পয়েন্ট (বিপিএস) পাবেন। এ
6/9

বছর ভর মেয়াদি আমানতে FD-এর জন্য ব্যাঙ্ক 6.80 শতাংশ সুদের হার অফার করে, যেখানে দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদের জন্য হার 7 শতাংশ।
7/9

7.50 শতাংশ পর্যন্ত স্থায়ী আমানতের সুদ দিচ্ছে পিএনবি। বিশেষত, এক বছরে পরিপক্ক আমানতের জন্য সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুদের হার দাঁড়ায় 6.75 শতাংশ, যেখানে প্রবীণ নাগরিকরা এক বছরের পরিকল্পনায় 7.25 শতাংশ উচ্চ হার পাবেন৷
8/9

ICICI ব্যাঙ্ক এফডি রেট: 27 জুন, 2024 পর্যন্ত এই ব্যাঙ্কটি 3 শতাংশ থেকে 7.50 শতাংশের মধ্যে তার FD স্কিমের জন্য সুদ দিয়ে থাকে।
9/9

প্রবীণ নাগরিকরা অতিরিক্ত 0.5 শতাংশ সুদ ভোগ করেন, যার ফলে 7 দিন থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে 3.50 শতাংশ থেকে 7.50 শতাংশ পর্যন্ত সুদ হয়৷ বিশেষত, এক বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ গ্রাহকদের 6.70 শতাংশ সুদের হার দেওয়া হয়।
Published at : 05 Jul 2024 11:43 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
