By : ABP Ananda | Updated at : 02 Mar 2024 01:51 PM (IST)
Gold Price
1/9
শুক্রবার দুপুর ১২টার দামের থেকে বিকেল ৪টের দাম বেড়েছিল কিছুটা। আজ সেই দামের থেকেও অনেকটা লাফ দেখা গেল সোনার দামে। স্বস্তির দিন শেষ তবে ? আজ সোনা কিনতে গেলে কত খরচ পড়বে ? দেখে নিন রেটচার্টে।
2/9
শুক্রবারের দামের থেকে শনিবার সপ্তাহান্তে এসে দাম অনেকটাই বেড়ে যায়। শুক্রবার সকালের থেকে বিকেলে সোনার দাম প্রতি গ্রামে বেড়েছিল কিছুটা। সেই তুলনায় শনিবার ২৪ ক্যারেট সোনার দাম ৮৪ টাকা বেড়ে হয়েছে ৬৩৩৩ টাকা প্রতি গ্রাম।
3/9
অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৭৬ টাকা বেড়ে হল ৬১১৮ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে।
4/9
যেখানে ৬১১৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৭৬৩ টাকা। আজ শনিবারের বাজারে দাম (Gold Price Today) গতকালের রেটের মতই আছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম বেড়েছে।
5/9
অন্যদিকে, রুপোর দাম আজ আবার বেড়েছে কিছুটা, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭১০৬৬ টাকা।
6/9
আজকের সোনার দর (০২ মার্চ, ২০২৪): সোনা ওজন দাম (টাকায়) ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৬৩৩৩ ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬১১৮ ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৫৭৬৩ ১৮ ক্যারেট ১ গ্রাম ৫০৪১ রুপো (৯৯৯) ১ কেজি ৭১০৬৬
7/9
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
8/9
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
9/9
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।