এক্সপ্লোর
Hyundai Verna GNCAP: নতুন চমক, বিশ্বের গাড়ির সুরক্ষা রেটিংয়ে ৫ স্টার পেল হুন্ডাই ভার্না
Crash Test
1/7

Hyundai Verna গ্লোবাল NCAP সেফটি রেটিং-এ 5 স্টার রেটিং অর্জন করেছে। Bharat NCAP শুরু হওয়ার আগেল এই গাড়ি যাত্রী সুরক্ষায় টাটা (Tata)-মহিন্দ্রার (Mahindra) মতো রেটিং (Safty Rating) । এই গাড়িটি প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয় নিরাপত্তার (Crash Test) নিরিখে ভাল নম্বর পেয়েছে।
2/7

কোম্পানি জানিয়েছে, ক্র্যাশ টেস্টের জন্য বেস স্পেসিফিকেশন ভার্না ব্যবহার করা হয়েছে। এতে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে ESC এবং 6টি এয়ারব্যাগ রয়েছে। যা 5 স্টার রেটিং এর জন্য প্রয়োজন হয়। GNCAP এর মতে, এর গঠন বেশ ভাল। পথচারীদের নিরাপত্তা, সাইড প্যাসেঞ্জার নিরাপত্তা, পোল সুরক্ষার পাশাপাশি সামনের যাত্রীর সুরক্ষার মূল্যায়নের ভার্নাকে এই রেটিং দেওয়া হয়েছে।
Published at : 03 Oct 2023 03:52 PM (IST)
আরও দেখুন






















