এক্সপ্লোর
Mercedes SUV: বাড়িতে নেই- গাড়িতে আছে এই আরাম, কেমন দেখতে Mercedes-Maybach GLS 600 ?
Mercedes-Maybach GLS 600:
1/8

Mercedes Cars: ৪ কোটি টাকায় কোনও বড় শহরে দারুণ ফ্ল্যাট পেতে পারেন আপনি। তবে সেই ফ্ল্যাটও এই গাড়ির মতো লাক্সারি দেবে কিনা সন্দেহ। ২.৫ কোটি টাকা থেকে দাম শুরু হয়েছে মার্সিডিজের এই গাড়ির। নাম Mercedes-Maybach GLS 600 । দেশের অনেক তারকাদের কাছে রয়েছে এই গাড়ি। জেনে নিন কেন এত দাম এই গাড়ির ?
2/8

Mercedes-Maybach GLS 600 review: সত্যি বলতে কী, এই গাড়ি দেখলে প্রথমে চাবি দিয়ে ভিতরে ঢোকার ইচ্ছে করবে না। প্রথম দেখাতেই নজর কাড়বে এই লাক্সারি এসইউভি। বিশাল মেব্যাক জিএলএস স্ট্যান্ডার্ড জিএলএস-এর মতোই বিশাল দৈর্ঘ্যের গাড়ি। তবে মেব্যাক সংস্করণটি তার নতুন স্টাইলিংয়ের জোরে বিলাসিতাকে অন্য মাত্রা দিয়েছে। এর গ্রিল পুরোটাই ক্রোমের। টু-টোন পেইন্টের সাথে পাবেন এই গাড়ি। এতে রয়েছে বিশাল 22 ইঞ্চি অ্যালয় হুইল।
Published at : 17 Jan 2022 01:13 AM (IST)
আরও দেখুন






















