এক্সপ্লোর
Guinness World Records: এক আংটিতে ৫০ হাজারেরও বেশি হীরে বসিয়ে বিশ্বরেকর্ড, দাম উঠল কত ?
Diamond Ring
1/9

কেবারে অভিনব উদ্ভাবন ! একটি হীরের আংটিতে বসানো হয়েছে ৫০ হাজারেরও বেশি হীরে। মুম্বইয়ের এক অলঙ্কার ব্যবসায়ী করেছে এই অসাধ্য় সাধন। যার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বিশ্ব রেকর্ডের সম্মান। 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড'-এ নাম উঠেছে এই আংটির।
2/9

ভারতের ঝুলিতে এসেছে এই বিশ্বরেকর্ডের সম্মান। সৌজন্যে মুম্বইয়ের এক জুয়েলার্স। ৫০ হাজারেরও বেশি হীরে বসিয়ে আংটিকে অনন্য রূপ দিয়েছে নকারিগররা। অলঙ্কার ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে,অত্যাশ্চর্য এই কারিগরি টুকরেগুলি সম্পূর্ণভাবে পুনর্ব্যবহার করা যাবে। এটাই আংটির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য।
Published at : 01 May 2023 06:30 AM (IST)
আরও দেখুন






















