এক্সপ্লোর
Mutual Fund: মিউচুয়াল ফান্ডে SIP করছেন ? এই ৫ ভুলে কমতে পারে রিটার্ন
Mutual Fund SIP: স্মলক্যাপ, মিডক্যাপ এবং লার্জক্যাপ ফান্ড এই তিন ধরনের ফান্ড রয়েছে বাজারে। বেশি রিটার্নের লোভে সব টাকা স্মলক্যাপে রাখা ঠিক নয়। খেয়াল রাখতে হবে আরও কিছু বিষয়।

মিউচুয়াল ফান্ডে এই ভুল করছেন না তো ?
1/10

ব্যাঙ্কে বা কোনও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সাধারণ মানুষের ঝোঁক কমছে, মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে বাড়ছে বিনিয়োগ। ছবি- ফ্রিপিক
2/10

মিউচুয়াল ফান্ডে এসআইপি করতেই এখন বেশিরভাগ মানুষ পছন্দ করছেন। এতে রিটার্নও ব্যাঙ্কে এফডির থেকে অনেক ভাল মেলে। ছবি- ফ্রিপিক
3/10

কিন্তু কিছু কিছু বিষয়ে ভুল করলে আপনার রিটার্ন কমে যেতে পারে। ফলে এসআইপি শুরু করলে খেয়াল রাখতে হবে এই ৫ বিষয়। ছবি- ফ্রিপিক
4/10

স্মলক্যাপ, মিডক্যাপ এবং লার্জক্যাপ ফান্ড এই তিন ধরনের ফান্ড রয়েছে বাজারে। বেশি রিটার্নের লোভে সব টাকা স্মলক্যাপে রাখা ঠিক নয়। ছবি- ফ্রিপিক
5/10

ফলে পোর্টফোলিও ব্যালান্স করাটা সবার আগে জরুরি। এসআইপির জন্য টাকার অঙ্ক হিসেব করতে হবে সমস্ত ইএমআই, বাড়িভাড়া অন্যান্য খরচ বাদ দিয়ে যেটা উদ্বৃত্ত থাকবে। ছবি- ফ্রিপিক
6/10

স্বল্পমেয়াদে বিনিয়োগের দিকে ভরসা না করে লক্ষ্য রাখতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দিকে। তাতে ঝুঁকির সম্ভাবনা কমে। ছবি- ফ্রিপিক
7/10

ঝুঁকি কমাতে পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে। ইকুইটিতে সব টাকা রাখলেও স্মলক্যাপ, মিডক্যাপ এবং লার্জক্যাপে ঝুঁকির ক্ষমতা অনুযায়ী বিনিয়োগ ভাগ করে রাখতে হবে। ছবি- ফ্রিপিক
8/10

এসআইপি শুরু করার আগে ফান্ডের অন্যান্য খরচ এক্সিট লোড, এক্সপেন্স রেশিও ইত্যাদি দেখে নিতে হবে। ছবি- ফ্রিপিক
9/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 03 Aug 2024 02:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
