Government Scheme: এই সরকারি স্কিমে পাবেন ৫ বছরে ২৩ লক্ষ টাকা সুদ
By : ABP Ananda | Updated at : 30 May 2023 03:15 PM (IST)
Money
1/10
বেসরকারি বিনিয়োগের পরিবর্তে আজও দেশের একটা বড় অংশ সরকারি প্রকল্পে বিনিয়োগ করতে পছন্দ করেন। নিশ্চিত ভাল লাভের সঙ্গে আর্থিক নিরাপত্তার কথা ভেবেই সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করে দেশবাসী।
2/10
এরকমই একটি স্কিম আপনাকে ৫ বছরে ৭০ লক্ষ টাকা আয়ের সুবিধা দেয়। জেনে নিন কীভাবে পাবেন এই রিটার্ন।
3/10
যদি পাঁচ বছরের জন্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করা যায়, তবে মেয়াদপূর্তিতে আপনি 7.7% বার্ষিক সুদ পেতে পারেন। এই ক্ষেত্রে বিনিয়োগের কোনও সীমা নেই, আপনি যত খুশি বিনিয়োগ করতে পারেন।
4/10
এখানে আপনি 1 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে পাঁচ বছরে কত টাকা পাবেন তার সম্পূর্ণ হিসেব রইল।
5/10
এই স্কিম সরকার পরিচালনা করে। যারা এতে বিনিয়োগ করেন, তারা নিশ্চিত রিটার্ন পান। অন্যান্য অনেক সুযোগ সুবিধাও দেওয়া হয় এই স্কিমে। এই স্কিম ট্যাক্স বাঁচায় । এর আওতায় বছরে দেড় লাখ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে। আয়কর বিভাগের ধারা 80C এর অধীনে এই ছাড় দেওয়া হয়েছে।
6/10
আপনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি পাঁচ বছরে 44,903 টাকা সুদ পাবেন এবং মোট 1.44 লক্ষ টাকা পাবেন৷
7/10
পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাঁচ বছরে 2.24 লক্ষ টাকা সুদ পাওয়া যাবে এবং মোট পরিমাণ হবে 7.24 লক্ষ টাকা। আপনি যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছরে সুদ হবে 4.49 লক্ষ টাকা এবং মোট তামার 14.49 লক্ষ টাকা।
8/10
20 লক্ষ টাকার বিনিয়োগে মোট সুদ হবে 8.98 লক্ষ টাকা এবং ম্যাচুরিটির পরে মোট পরিমাণ হবে 28.98 লক্ষ টাকা৷ পাঁচ বছরের সুদের 30 লক্ষ টাকা বিনিয়োগের পরে 13.47 লক্ষ টাকা এবং ম্যাচুরিটির পরে মোট পরিমাণ হবে 43.47 লক্ষ টাকা।
9/10
যদি 40 লাখ টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হয় তাহলে মোট তা হবে 57.96 লাখ টাকা, যার সুদ হবে 17.96 লাখ টাকা।
10/10
50 লক্ষ টাকার বিনিয়োগে মেয়াদ পূর্ণ হওয়ার পর তা 72.45 লক্ষ টাকা হবে, যার মোট সুদ হবে 22.45 লক্ষ টাকা৷ এই বিষয়ে বিশদে জেনে তবেই স্কিমে বিনিয়োগ করবেন। অনেক ক্ষেত্রে সুদের হারে পার্থক্য হতে পারে।