এক্সপ্লোর
New 2022 Maruti Baleno: প্রিমিয়াম হ্যাচব্যাকে সেরা পছন্দ, দেখে নিন নতুন বালেনোর নয়া লুক
New 2022 Maruti Baleno
1/8

ক্রেতারা ফেসলিফ্ট বললেও বালেনো সম্পর্কে তা শুনতে রাজি নয় কোম্পানি। মারুতির মতে, নতুন স্টাইলিং, অন্দরসজ্জা ও এই বিভাগে সেরা বৈশিষ্ট্য নিয়ে এসেছে কোম্পানি। সঙ্গে স্বয়ংক্রিয় গিয়ারবক্স ছাড়াও রয়েছে নতুন সাসপেনশন সেটআপ।
2/8

নতুন ব্যালেনো হার্টেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। তবে সুরক্ষার পরীক্ষায় ভাল পারফর্ম করার জন্য এতে উচ্চ শক্তির ইস্পাত যুক্ত করা হয়েছে। সঙ্গে পাল্টানো হয়েছে চেসিস। ভাল বিল্ড কোয়ালিটি দিতেই এই পরিবর্তন করেছে কোম্পানি।
Published at : 02 Mar 2022 11:56 PM (IST)
আরও দেখুন






















