এক্সপ্লোর
LIC Offers: এই দিন পর্যন্ত শেষ সুযোগ, LIC-র বন্ধ পলিসি চালু করলে লেট ফিতে ছাড় !
LIC...
1/7

LIC Policy Update: কোভিডকালে ফের একবার গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। পুরোনো বন্ধ পলিসি চালু করার সুবিধা দিচ্ছে কোম্পানি। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সুযোগ পাবেন LIC গ্রাহকরা।
2/7

LIC Offers: কোম্পানির তরফে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মোট প্রিমিয়াম জমার ওপর লেট ফিতে ছাড় দেবে LIC। টার্ম অ্যাসিওরেন্স ও হাই রিস্ক প্ল্যানের ওপর এই ছাড় দেওয়া হবে। তবে চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয়তার উপর কোনও ছাড় নেই। তবে কিছু স্বাস্থ্য ও ক্ষুদ্র বিমা পলিসিগুলি ছাড়ের জন্য বিবেচিত হবে।
Published at : 20 Feb 2022 01:50 AM (IST)
আরও দেখুন






















