এক্সপ্লোর
PPF Withdrawal Rules: রয়েছে ঋণের সুবিধা, মেয়াদ শেষ হওয়ার আগেও তোলা যায় পিপিএফ অ্যাকাউন্টের টাকা, কীভাবে?
Public Provident Fund: পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অনেক লগ্নিকারীর কাছেই সঞ্চয়ের খুব প্রিয় ও আকর্ষণীয় পন্থা। সরকার সমর্থিত বলে এই সঞ্চয় ঝুঁকিহীনও।
পিপিএফের সাতকাহন। - পিক্সঅ্যাবে
1/10

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অনেক লগ্নিকারীর কাছেই সঞ্চয়ের খুব প্রিয় ও আকর্ষণীয় পন্থা। সরকার সমর্থিত বলে এই সঞ্চয় ঝুঁকিহীনও।
2/10

পিপিএফে সুদের হার আকর্ষণীয়। পাশাপাশি আয়করেও পাওয়া যায় বিশেষ ছাড় ও সুযোগ সুবিধা।
3/10

মাথায় রাখতে হবে, পিপিএফে লগ্নি মানে ১৫ বছরের লক ইন পিরিয়ড মানতে হবে। দীর্ঘকালীন ভিত্তিতে লগ্নি করতে চাইলে পিপিএফই সেরা।
4/10

তবে অনেকে যেটা মনে করেন, পিপিএফ থেকে টাকা তোলা ততটাও কঠিন নয়। আংশিক টাকা তোলার সুবিধাও পাওয়া যায়।
5/10

১৫ বছর অতিক্রান্ত হওয়ার আগে পিপিএফ থেকে টাকা তোলা যায়। বা ১৫ বছরের আগে প্রিম্যাচিওরলি বন্ধ করা যায়।
6/10

২০২১ সালের নিয়ম বলছে, পিপিএফের ক্ষেত্রে ১৫ বছর মানে ধরা হয় যে বছর প্রথম লগ্নি করেছিলেন, সেই আর্থিক বর্ষের শেষ থেকে। অর্থাৎ, ২০১০ সালের ১৫ জুন লগ্নি করলে ম্যাচিওর হবে ২০২৬ সালের ১ এপ্রিল। এরপর চাইলে কোনও লগ্নি না করে আরও পাঁচ বছর পিপিএফ চালানো যায়। আংশিক টাকা তোলার সুবিধাও রয়েছে।
7/10

পিপিএফ থেকে আংশিক টাকা তোলার নিয়ম বলছে, সাত বছর পর ৫০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নেওয়া যায়। তবে বছরে একবারই আংশিক টাকা তোলার সুযোগ থাকে। টাকা তোলার জন্য পিপিএফ পাসবুক ও আবেদনপত্র জমা দিতে হয় ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে। এই টাকা করমুক্ত।
8/10

১৫ বছরের আগেও পিপিএফ অ্যাকাউন্ট প্রিম্যাচিওর ক্লোজ করা যায়। লগ্নিকারী বা তাঁর পরিবারের সদস্যের মারণরোগের চিকিৎসা কিংবা উচ্চশিক্ষার জন্য এই সুবিধা রয়েছে।
9/10

পিপিএফ অ্যাকাউন্ট থেকে ঋণ নেওয়া যায়। লগ্নির তিন বছর পরে। এর জন্য পিপিএফ রেটের চেয়ে ১ শতাংশ বেশি সুদ দিতে হয়। যে বছর ঋণের জন্য আবেদন করছেন, তার আগের দু’বছরের শেষে যা ব্যালেন্স, তার ২৫ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়। লগ্নিকারী মারা গেলে তাঁর পরিবারের সদস্যদের ঋণের সুদ মেটাতে হয়।
10/10

পিপিএফ থেকে টাকা তুলে নিতে হলে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস থেকে ফর্ম সি তুলে জমা দিতে হবে। অ্যাকাউন্ট নম্বর ও কত টাকা তুলতে চান উল্লেখ করতে হবে। রেভিনিউ স্ট্যাম্প লাগিয়ে ও সই করে জমা দিতে হয়। তারপর পাসবুক সমেত তা জমা দিতে হয়। টাকা সরাসরি সেভিংস অ্যাকাউন্টে জমা পড়ে। ছবি - পিক্সঅ্যাবে
Published at : 19 Sep 2025 10:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















