এক্সপ্লোর
Salary News: ফের বেতন বাড়বে, কোন মাসে আসবে সুখবর ?
Money
1/10

চলতি বছরেই ফের বেতন বাড়তে পারে সরকারি কর্মচারীদের। কদিন আগেই মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করেছিল কেন্দ্রীয় সরকার। তারপরেই বেড়েছিল কর্মীদের বেতন। শোনা যাচ্ছে, জুলাইতে ফের একবার বেতন বৃদ্ধির সুখবর দিতে পারে সরকার।
2/10

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, ডিএ হিসেবের জন্য এবার নতুন ফর্মুলা আনতে চলেছে কেন্দ্র।চলতি বছরের জুলাই মাসে ডিএ গণনার এই সূত্র বদল হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৪২ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। নতুন সূত্র কার্যকর হলে আরও বেতন বাড়বে কর্মীদের।
Published at : 09 Apr 2023 03:51 PM (IST)
আরও দেখুন






















