এক্সপ্লোর
Share Market Tips: বাজার উঠছে দেখে লাফাবেন না, লাভের ফাঁদে হারাতে পারেন সর্বস্ব !
Share Market Tips: এই পথে হাঁটলেই হবে ভুল।
1/6

Share Market Tips: দেশের কোভিড পরিস্থিতি শোধরাতেই ফের গতি পেয়েছে শেয়ার বাজার। মার্কেটের ফিন্যান্সিয়াল গ্রাফ বলছে, নিত্যদিন বাজারে প্রবেশ করছেন নতুন বিনিয়োগকারী। করোনা মহামারীর পর শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহ বেড়েছে দেশবাসীর। তবে শুরুতেই বাজার ঊর্ধ্বমুখী দেখে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন বিনিয়োগকারীরা। যার মাশুল গুণতে হচ্ছে তাদের। জেনে নিন কী সেই ভুল।
2/6

১ বাজার ঊর্ধ্বমুখী থাকার সময় কিছু লাভ তুলে রাখা উচিত খুচরা বিনিয়োগকারীদের।নিরাপদ লগ্নিতে এটি ট্রান্সফার করা উচিত। পরবর্তীকালে বাজার পড়লে আপনি ফের নিচ থেকে এই বাজারে বিনিয়োগ করতে পারবেন। এটাই এই নীতির সুবিধা।
Published at : 03 Dec 2021 02:16 AM (IST)
আরও দেখুন






















