Dividend Stock: একটা স্টক থাকলেই পাবেন ৭০ টাকা, ডিভিডেন্ড ঘোষণা করল টাটা গ্রুপের এই কোম্পানি
By : ABP Ananda | Updated at : 23 Jun 2024 07:39 PM (IST)
Tata
1/7
টাটা গোষ্ঠীর এই সংস্থা তার বিনিয়োগকারীদের মোটা টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি এবার মোটা অঙ্কের ডিভিডেন্ট ঘোষণা করেছে। জেনে নিন আরও খবর।
2/7
টাটা গ্রুপের এই সংস্থা শেয়ারহোল্ডারদের আরও টাকা দিতে চলেছে। টাটা গোষ্ঠীর এই কোম্পানির নাম TATA Elxsi । আসলে তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করে এই কোম্পানি। সেখান আসে উপার্জন।
3/7
Tata Elxsi শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি 70 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এর পাশাপাশি লভ্যাংশের রেকর্ড ডেটও চূড়ান্ত করেছে কোম্পানি। কবে পাবেন এই টাকা, জেনে নিন।
4/7
কোম্পানি তার রেকর্ড ডেট 25 জুন 2024 নির্ধারণ করেছে। শুধুমাত্র সেই সমস্ত শেয়ারহোল্ডার যাদের কাছে এই তারিখ পর্যন্ত কোম্পানির শেয়ার রয়েছে তারাই এই লভ্যাংশের সুবিধা পাবেন।
5/7
টাটা গ্রুপের Tata Elxsi স্বাস্থ্যপরিষেবা, পরিবহণ, যোগাযোগ, স্বয়ংচালিত, পডকাস্ট ইত্যাদির জন্য প্রযুক্তি ও ডিজাইন সরবরাহ করে। মূলত, তথ্য় প্রযুক্তির ওপর ভর করেই কাজ করে এই কোম্পানি। বর্তমানে AI নিয়ে কাজ করা শুরু করেছে Tata Elxsi ।
6/7
২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে কোম্পানির মুনাফায় ২.৩২ শতাংশ পতন দেখা গেছে। এটি 196.93 কোটি টাকায় নেমে এসেছে। যদিও বিনিয়োগকারারা এখনও এই কোম্পানির ওপর আস্থা রাখছেন। আগামী দিনে কৃত্রিম মেধার ওপর ভর করে আবার মুনাফা বৃদ্ধি করতে পারে কোম্পানি।
7/7
গত বছর এই সময়ে কোম্পানি মোট 201.50 কোটি টাকা আয় করেছে। এই বছর অপারেশন থেকে কোম্পানির আয় হয়েছে 905.90 কোটি টাকা। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে, টাটা গ্রুপের এই কোম্পানি আগামীতে খেল দেখাতে পারে।