এক্সপ্লোর
Mutual Fund: বছরে ২০ শতাংশ হারে মুনাফা দিয়েছে এই ৫ লার্জক্যাপ ফান্ড, SIP করবেন এই ফান্ডগুলিতে ?
Largecap Mutual Fund: ভারতের সেরা ১০০ সংস্থায় বিনিয়োগ করে থাকে এই ধরনের ফান্ডগুলি আর এতে এক্সপেন্স রেশিও অনেক কম হয় তুলনায়।

এই ফান্ডগুলিতে দারুণ রিটার্ন মিলেছে
1/10

কম ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পেতে চাইলে স্টক মার্কেটে লার্জক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি একমাত্র ভরসা। এক্ষেত্রে আপনার টাকা বিনিয়োগ হবে সেনসেক্স ও নিফটি ৫০-র বড় সংস্থাগুলিতে।
2/10

ভারতের সেরা ১০০ সংস্থায় বিনিয়োগ করে থাকে এই ধরনের ফান্ডগুলি আর এতে এক্সপেন্স রেশিও অনেক কম হয় তুলনায়।
3/10

এমন ৫টি সেরা লার্জক্যাপ মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলি বিগত ৫ বছরে দারুণ রিটার্ন এনে দিয়েছে। আপনি যদি এই ফান্ডগুলিতে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতেন এক লপ্তে, কত রিটার্ন পেতেন তা ভাবতেও পারবেন না।
4/10

এই তালিকায় প্রথম রয়েছে UTI Nifty Next 50 Index Fund Direct– Growth ফান্ডটি। ৫ বছরে এই ফান্ডে বার্ষিক ২২.২৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।
5/10

এই ফান্ডে ১.৫ লক্ষ বিনিয়োগে ৫ বছর পরে আপনি রিটার্ন পেতেন ৪ লক্ষ ৯ হাজার ৫৭৭ টাকা।
6/10

এরপরে রয়েছে DSP Nifty Next 50 Index Fund Direct- Growth যাতে ৫ বছরের মেয়াদে বার্ষিক ২২.০৩ শতাংশ রিটার্ন পেতেন।
7/10

ICICI Prudential Nifty Next 50 Index Direct-Growth ফান্ডে রিটার্ন এসেছে ২১.৯৮ শতাংশ হারে। দেড় লক্ষ টাকার বিনিয়োগ ৫ বছরে হত ৪ লক্ষ ৫ হাজার ৭৪ টাকা।
8/10

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে Motilal Oswal Nifty Next 50 Index Fund Direct- Growth। এই ফান্ডে বার্ষিক ২১.৯২ শতাংশ হারে রিটার্ন এনে দিয়েছে।
9/10

আর সবশেষে রয়েছে Bandhan Nifty 50 Index Fund Direct Plan-Growth ফান্ড। এতে দেড় লক্ষ টাকা রাখলে ৫ বছরে তা হত ৩ লক্ষ ৯২ হাজার ৪৪৯ টাকা।
10/10

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Published at : 23 Mar 2025 05:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
আইপিএল
খবর
Advertisement
ট্রেন্ডিং
