এক্সপ্লোর
Arokiaswamy Velumani: কোনও রকমে একবেলার খাবার জুটত, Thyrocare কর্ণধার আজ ২৬ হাজার কোটির মালিক
Thyrocare: দরিদ্র কৃষকের সন্তান। কোনও রকমে একবেলার খাবার জুটত। কিন্তু পরিস্থিতির সঙ্গে আপস করেননি অরোকিয়াস্বামী বেলুমণি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/13

স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভর করে গোটা দেশ। ভারতে সেই স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের অন্যতম চরিত্র হলেন ডঃ অরোকিয়াস্বামী বেলুমণি।ডায়াগনস্টিক এবং প্রিভেন্টিভ হেলথকেয়ার পরিষেবায় অন্যতম উল্লেখযোগ্য নাম তিনি। কিন্তু তাঁর উত্থানের গল্প হার মানায় যে কোনও সিনেমাকে।
2/13

থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর বেলুমণি। সংস্থার সদর দফতর নবী মুম্বইয়ে। চিকিৎসা পরিষেবাক্ষেত্রে ভারতের অন্যতম বৃহৎ সংস্থা থাইরোকেয়ার।
Published at : 15 Jul 2023 05:18 PM (IST)
আরও দেখুন






















