এক্সপ্লোর
Top Richest Men: ধুঁকছে তাবড় দেশের অর্থনীতি, কিন্তু ফুলেফেঁপে উঠছেন এঁরা, চাইলে গোটা বিশ্বই কিনে নিতে পারেন এই ১০ ধনকুবের
Richest Men in World: বিশ্বের তাবড় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়েই চলেছে। এই মুহূর্তে বিশ্বের প্রথম ১০ ধনকুবেরকে চিনে নিন।
সেরা দশ ধনকুবের কারা, জেনে নিন।
1/11

প্রায় দু’বছর ধরে করোনার দাপট। তার পর অর্থনৈতিক সঙ্কট। মূল্যবৃদ্ধি, মূদ্রাস্ফীতিতে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় সাধারণ মানুষের। কিন্তু বিশ্বের তাবড় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ বেড়েই চলেছে। এই মুহূর্তে বিশ্বের প্রথম ১০ ধনকুবেরকে চিনে নিন।
2/11

ট্যুইটার কিনতে চলেছেন বলে সাড়া ফেলে দিয়েছিলেন। টেসলা কর্তা ইলন মাস্কই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৫১.৪ বিলিয়ন ডলার।
3/11

দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। বিবাহবিচ্ছেদে কুবেরের ধন প্রাক্তন স্ত্রীকে দিতে হলেও, এখনও রাজত্ব টিকিয়ে রেখেছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫৩.৪ বিলিয়ন ডলার।
4/11

সকলকে চমকে দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। দেশের অন্দরে তো বটেই, বিদেশের মাটিতেও ব্যবসার প্রসার ঘটাচ্ছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩৭.৪ বিলিয়ন ডলার।
5/11

চতুর্থ স্থানে রয়েছেন ফরাসি শিল্পপতি বার্নার্ড জঁ ইতিয়েঁ আর্নৌ। এই বিনিয়োগকারী এবং শিল্প সংগ্রাহক LVMH Moët Hennessy- লুই ব্যুঁইতো-SE-র সহ-প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান তথা চিফ একজিকিউটিভ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৩৬ বিলিয়ন ডলার।
6/11

মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস দৌড়ে কিছুটা পিছিয়ে গেলেও, এখনও একই ক্যারিশ্মা তাঁর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ বিল গেটস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১৭.৫ বিলিয়ন ডলার। তিনি পঞ্চম স্থানে রয়েছেন।
7/11

আমেরিকার শিল্পপতি ওয়ারেন বাফে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার। ৯২ বছরেও হাঁটুর বয়সিদের টেক্কা দিচ্ছেন তিনি।
8/11

সপ্তম স্থানে আমেরিকার আরও এক শিল্পপতি, ল্যারি পেজ ওরফে লরেন্স এডওয়ার্ড পেজ। সেরগেই ব্রিনের সঙ্গে গুগলের প্রতিষ্ঠার জন্যই পরিচিত তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার।
9/11

অষ্টম স্থানে রয়েছেন ল্যারির প্রাক্তন সতীর্থ সেরগেই ব্রিন। ৪৯ বছর বয়সি সেরগেইয়ের মোট সম্পত্তির পরিমাণ ৯৫.৮ বিলিয়ন ডলার।
10/11

মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও, বর্তমানে আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের লস অ্যাঞ্জেলস ক্লিপার্স-এর মালিক স্টিভেন অ্যান্টনি বলমার তালিকায় নবম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩.৭ বিলিয়ন ডলার।
11/11

Oracle কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা, একজিকিউটিভ চেয়ারম্যান, চিফ টেকনোলজি অফিসার লরেন্স জোসেফ এলিসন তালিকায় দশম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩.৩ বিলিয়ন ডলার।
Published at : 30 Aug 2022 08:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























