এক্সপ্লোর
Union Budget 2023: অর্থমন্ত্রী নিতে পারেন এই পদক্ষেপ, বাজেটে মধ্যবিত্তর জন্য সুখবর ?
Budget 2023
1/9

প্রত্যাশার পারদ বেড়েই চলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রচুর আশা রয়েছে সবার। হোম লোন থেকে ট্যাক্স স্ল্যাবে ছাড়, আম আদমির এই ৫টি দাবি মেনে নিতে পারে মোদি সরকার।
2/9

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এটিই কেন্দ্রে মোদি সরকারের শেষ পূর্ণ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনে দেশের মানুষের প্রত্যাশার পাহাড়।
3/9

অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উচিত এবারের বাজেটে বেতনভোগী শ্রেণির জন্য ট্যাক্স স্ল্যাব সংশোধন করা ও আয়করের হার কমানো। ২০১৬-১৭ সাল থেকে আয়কর হারে কোনও পরিবর্তন হয়নি।
4/9

আশা করা হচ্ছে, নতুন কর ব্যবস্থায় আয়করের ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে কিছুটা ছাড় দেওয়া হবে।
5/9

কর বিশেষজ্ঞদের মতে, সরকার এবার ৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিতে পারেন। এতে সাধারণ করদাতা কিছুটা স্বস্তি পেতে পারেন। বর্তমানে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, যা বাড়িয়ে ৫ লাখ টাকা করার দাবি করা হচ্ছে।
6/9

আপনি যদি দীর্ঘ মেয়াদে শেয়ার বিক্রি থেকে ১ লাখ টাকার বেশি লাভ করেন, তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী মূলধন লাভ দিতে হবে। এই বিভাগটি 2004 সাল পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত ছিল, কারণ এটি নিরাপত্তা লেনদেন কর (STT) এর অধীন ছিল।
7/9

এখন, এই বিষয়ে, বিনিয়োগকারীরা আশা করছেন, STT অপসারণের খুব কম আশা আছে, তবে যারা শেয়ার বিক্রির কর সীমার মধ্যে আছেন তাদের 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকার সীমায় কর দিতে হবে।
8/9

গত বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী ৩ বছরে ৪০০টি সেমি-হাই স্পিড নেক্সট জেনারেশন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা পেশ করেছিলেন। এই বছর বলা হচ্ছে, ভারতে বন্দে ভারত ট্রেনগুলি ছাড়াও আরও ৪০০ টি ট্রেন আনার ঘোষণা হতে পারে।
9/9

করদাতারা চান, সরকার এই বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করুক। বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে খুচরা মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়ানো দরকার। কেন্দ্রীয় সরকার এই সীমা বাড়িয়ে ১ লাখ টাকা করতে পারে।
Published at : 27 Jan 2023 11:56 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















