সৌমিত্র চট্টোপাধ্যায় মানে প্রতিদিন, প্রতি মুহূর্তে শেখার সুযোগ। কখনও কোনও কিছু আটকে গেলে বুঝিয়ে দিয়েছেন অকৃপণভাবে। কিংবদন্তী শিল্পীর প্রয়াণে স্মৃতির সরণিতে অভিনেতা বিশ্বজিত্ চক্রবর্তী।
2/8
কেরিয়ারের শুরুর দিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ ‘আবার অরণ্যে’ ছবিতে। শেখার সেই শুরু। তাঁর কথা বলা থেকে বাংলা ভাষায় দখল ছিল মুগ্ধ করার মতো। প্রতিক্রিয়া অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের।
3/8
যদি সৌমিত্র চট্টোপাধ্যায় না থাকতেন, যদি তাঁর সঙ্গে আলাপ না হত, তাহলে পেশাদার অভিনেতা হওয়াই হত হত না। বলছেন অভিনেতা কৌশিক সেন।
4/8
শেষ কয়েক বছর সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছেন বন্ধুর মতো কাছ থেকে। একসঙ্গে অভিনয় করেছেন পর্দায়, মঞ্চে। তিনি শিখিয়েছেন, শরীরের মধ্যে আয়ত্ব করে কীভাবে প্রকাশ করতে হয় সংলাপকে। জানালেন অভিনেতা দেবশঙ্কর হালদার।
5/8
‘কাচ কাটা হীরে’ ছবিতে একসঙ্গে পথ চলা শুরু। একে অপরকে ভাল করে চেনা। তারপর শুধুই সুখস্মৃতির ভিড়। স্মৃতির ঝুলি হাতড়ালেন অভিনেত্রী লিলি চক্রবর্তী।
6/8
আমার খাতায় একটা কবিতা লিখে দিয়েছিলেন। তা এখনও যত্নে রাখা আছে। বললেন, অভিনেতা দীপঙ্কর দে।
7/8
উনি একজন কিংবদন্তি। কিংবদন্তির সঙ্গে কাজ করতে কে না চায়। ‘ঘরে বাইরে’-র ‘সন্দীপ’-এর স্মৃতি হাতড়ালেন ‘বিমলা’ স্বাতীলেখা সেনগুপ্ত।
8/8
মানুষ হিসেবে কেমন দেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে? স্মৃতিচারণে ধৃতিমান চট্টোপাধ্যায়।