এক্সপ্লোর
মাল আছে? হ্যাশ, উইড নয় কিন্তু! এনসিবি নজরে এবার দীপিকা-করিশ্মার হোয়াটসঅ্যাপ চ্যাট

1/11

এরই প্রেক্ষিতে হ্যাশট্যাগ দীপিকা পাড়ুকোন লিখে কঙ্গনা রানাউতের ট্যুইট, আমার সঙ্গে বলুন, মাদকাসক্ত হওয়ার পরিণতিই ডিপ্রেশন! তথাকথিত উচ্চবিত্ত পরিবারের তারকা সন্তান, যাঁরা নিজেদের উৎকৃষ্ট বলে দাবি করেন এবং ম্যানেজারকে প্রশ্ন করেন, ‘মাল আছে কি?’
2/11

দীপিকা জানান, ১১.৩০ কিংবা ১২টা
3/11

কিছুক্ষণ বাদে করিশ্মা লিখছেন, তুমি কোকোর কাছে কখন আসছ?
4/11

উইড নয় কিন্তু।
5/11

তখন দীপিকা জানতে চাইছেন, ওর কাছে হ্যাশ আছে তো?
6/11

মিনিট চারেক বাদে করিশ্মার উত্তর, অমিতের কাছে আছে।
7/11

উত্তরে দীপিকা লিখছেন, হ্যাঁ, প্লিজ বলো।
8/11

যদি রাজি থাকো তাহলে অমিতের সঙ্গে কথা বলতে পারি।
9/11

করিশ্মার জবাব, হ্যাঁ, বাড়িতে আছে। তবে আমি বান্দ্রায়।
10/11

এনসিবি সূত্রে দাবি, জয়ার কাছে পাওয়া হোয়াটস অ্যাপ চ্যাট অনুযায়ী, দীপিকা, করিশ্মাকে প্রশ্ন করছেন, তোমার কাছে মাল আছে?
11/11

সুশান্ত-মৃত্যুর তদন্তে ড্রাগ-যোগে উঠে এল আরও এক সেলিব্রিটির নাম!! সোমবার রিয়া চক্রবর্তীর প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে NCB। সূত্রের খবর, এরইমধ্যে জয়ার একটি হোয়াটস অ্যাপ চ্যাট সামনে আসে। তাতে D ও K-র মধ্যে কথোপকথন রয়েছে! NCB সূত্রের চাঞ্চল্যকর দাবি, এই ‘ডি’ হলেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন! এবং ‘কে’ হচ্ছেন করিশ্মা। যিনি জয়া সাহা-র সহযোগী।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
