ঘটনায় ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে মৃতদের পরিবারপিছু দু'লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
2/7
রাতে জলপাইগুড়ির ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। জলঢাকা ব্রিজের কাছে পাথর বোঝাই ডাম্পারে চাপা পড়ে ৩ শিশু-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে।
3/7
ধূপগুড়ি পুরসভার উপ পুরপ্রধান রাজেশ সিং জানিয়েছেন, রাতে ফোন করে খোঁজ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রাকটি ওভারলোডেড হওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান।
4/7
5/7
পুলিশ সূত্রে খবর, উল্টোদিকের লেন ধরে যাচ্ছিল ৩টি গাড়ি। সঠিক লেন ধরে আসা ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হওয়ায়, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ২টি গাড়ির উপর উল্টে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
6/7
স্থানীয় সূত্রে খবর, নিহত ও আহতদের অধিকাংশই ময়নাগুড়ির রানিরহাটের বাসিন্দা। ৩টি গাড়িতে করে তাঁরা ধূপগুড়িতে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
7/7
আশঙ্কাজনক অবস্থায় আরও ৯ জন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। তাঁদের দেখতে হাসপাতালে যান আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী।