এক্সপ্লোর
ABP Ananda Khaibar Pass 2022: বাঙালি থেকে মুঘলাই, সি ফুড, শেষপাতে মিষ্টিমুখ, ছবিতে 'খাইবার পাস'
ছবিতে খাইবার পাস
1/10

'এবিপি আনন্দ খাইবার পাস' কেবল খাওয়ার উৎসব নয়, এই এবিপি আনন্দর এই আয়োজনে মুড়ে রয়েছে বাঙালিয়ানা। সাউথ সিটি (South City) মলের কাছে ইইডিএফ (EEDF) মাঠ অর্থাৎ তালতলা গ্রাউন্ডে আয়োজিত 'খাইবার পাস' (Khaibar Pass 2022) চলবে ৬ মার্চ পর্যন্ত।
2/10

রকমারি খাবারের পসরা নিয়ে 'এবিপি আনন্দ খাইবার পাস' -এ হাজির রাজ্যের বিভিন্ন প্রান্তের রেস্তোরাঁ সহ একাধিক নামী মিষ্টি ও আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা। প্রথমদিন সন্ধে নামতেই মানুষের ঢল নামল মাঠে।
Published at : 05 Mar 2022 07:35 PM (IST)
আরও দেখুন






















