এক্সপ্লোর
Baisakhi Banerjee : মন ভাল নেই জন্মদিনে, তবু শোভন-মহুলের সঙ্গে আনন্দে মাতলেন বৈশাখী, করলেন আবেগঘন পোস্ট
নিজেই পোস্ট করে জানিয়েছেন, জন্মদিন পালনে মেজাজে ছিলেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
Baisakhi Banerjee : মন ভাল নেই জন্মদিনে, তবু শোভন-মহুলের সঙ্গে আনন্দে মাতলেন বৈশাখী, করলেন আবেগঘন পোস্ট
1/10

জন্মদিনে আনন্দে মাতলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে শোভন, মেয়ে মহুল ও ঘনিষ্ঠবৃত্ত। ঠোঁটের কোণে লেগে খুশির রেশ।
2/10

জন্মদিনের অ্যালবামে আদরে আদরে ভরিয়ে দিতে দেখা গেল মেয়ে মহুলকে। তবে নিজেই পোস্ট করে জানিয়েছেন, জন্মদিন পালনে মেজাজে ছিলেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
3/10

বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,মা অসুস্থ , তাই তাঁর মন ভাল ছিল না। কিন্তু মুহূর্তটা সুন্দর করে তুলতে বদ্ধপরিকর ছিলেন শোভন ও কন্যা। তাদের ইচ্ছেতেই জমে উঠল সেলিব্রেশন।
4/10

পরিবার পরিজনের সঙ্গে মাতলেন নাচে গানে। তৈরি হল সুন্দর মুহূর্ত।
5/10

বৈশাখী লিখেছেন, জন্মদিনে যেভাবে আমায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, তাতে আমি আপ্লুত। শুধু মায়ের জন্য প্রার্থনা করুন।
6/10

মন খারাপের মধ্যেই মায়ের জন্মদিন আনন্দে ভরিয়ে তুলতে চেষ্টার খামতি ছিল না মহুলের। বারবার মাকে জড়িয়ে ধরছিল সে।
7/10

বৈশাখী আবেগপ্রবণ বার্তায় লেখেন, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। শুধু মা, শোভন, মহুল ও পরিবারের মানুষদের স্বার্থহীন ভালবাসা যেন পাই।
8/10

সব মিলিয়ে সোহাগে আদরে ভরে রইল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।
9/10

সম্প্রতি এবিপি আনন্দ-র মুখোমুখি হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বলেন, সোশ্যাল মিডিয়ার ট্রোলিংকে মোটেই পাত্তা দেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাই তো এই গরমেও থাকেন একেবারে 'ফাটাফাটি'। তাঁর কথায়, 'আমি বিশ্বাস করি যদি ভিতর থেকে কেউ খুশি থাকে তাহলে তাকে বাইরে থেকেও সুন্দর লাগে।'
10/10

বৈশাখীর কথায়, 'মোটা, রোগা, বেঁটে, কালো, কতরকমের তকমা নিয়ে বসে আছে মানুষ। একটা লেবেলে আটকে দিলে মানুষ খুব নিরাপদ মনে করেন। আর আমরা এসব লেবেলে পাত্তাই দিই না, মাথা ঘামাই না। তো সেই কারণে আমরা সবসময়ই ফাটাফাটি থাকি।'
Published at : 25 Apr 2023 03:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















